
‘আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটাররা কীভাবে আসবে? বলে অভিযোগ করেছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও ঢাকা ১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন হিরো আলম। তিনি বলেন, ‘আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো। দেখতে চাই তারা আমার ওপর কত নির্যাতন করে। এসময় অভিযোগ করলেও নির্বাচন বয়কট করবেন না বলে জানান তিনি। ‘আমার নারী এজেন্টরাও নির্যাতন ছাড় পাননি, তানিরদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।