
মা হতে চলেছেন বলিউড নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ। সমালোচিত হলেন এই খবর চারদিকে চাউর হবার পর। নিজ ইন্সটাগ্রামে নিজেই পোস্ট করে জানিয়েছিলেন এই খবর। প্রশ্ন তোলেন নেটিজেনরা, সন্তানের বাবা কে – এই নিয়ে কারণ ইলিয়ানার তো বিয়ে হয় নি ! সন্তানের বাবা কে নিয়ে কোন তথ্যও প্রকাশ করেন নি।
এবার প্রকাশ্যে আনলেন প্রেমিকের ছবি। আবারও নিজের ইন্সটাগ্রামে দেখা গেল এক পুরুষের সাথে তার ছবি কিন্তু কোন পরিচয় দেন নি তিনি । ক্যাপশনে শুধু লিখেছেন, “ডেট নাইট”। কানাঘুষা তখন থেকে চলছেই কিন্তু ইলিয়ানা এগুলো নিয়ে কোনও মন্তব্য করেন নি।