
গেল ঈদে দুইটি হিট সিনেমা দিয়ে আলোচনায় থাকা বুবলী এখন আর খান সাহেবের ছায়াতলে থাকতে চান না। নিজের একটি পরিচয় ইতিমধ্যেই দাড় করিয়ে ফেলেছেন তিনি। শাকিব খান ও ব্যাক্তিজীবন কে নিয়ে আর কথা বলতেও চান না তিনি। বরং সামনে আসছে তার নতুন সিনেমা “রিভেঞ্জ”।
অ্যাকশন, রোমান্সের মিশেলে “রিভেঞ্জ” সিনেমার গল্পটি দারুণ বলে শোনা যাচ্ছে। গত বছরই এই সিনেমার লুক প্রকাশ পায় যেখানে নায়ক রোশনের লুক সবাই খুব পছন্দ করে। ঈদে মুক্তি পাওয়ার লাইনে এই সিনেমার নাম থাকলেও পরে ছিটকে যায় ঠিকই কিন্তু রোশন – বুবলীর জুটি নিয়ে আশাবাদী ঢালিউড। জুটি হিসেবে এখন পর্যন্ত সাতটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রোশান-বুবলী। এখন দেখার অপেক্ষা বড়পর্দায় এই জুটিকে কতটা গ্রহণ করেন বাংলাদেশের সিনেমাপ্রেমীরা।