
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঢাকা থেকে আগত মা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০ জন। মঙ্গলবার(১৮জুলাই) নবাবগঞ্জ থানার ওসি তাওহীদ হাসান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন। উক্ত দুর্ঘটনায় নিহতারা হলেন, ট্রাকে ড্রাইভার পাবনা সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫ ) এবং কোচের যাত্রী দিনাজপুর পার্বতীপুর উপজেলা আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)। স্থানীয়দের দেয়া তথ্য থেকে জানা যায়, মঙ্গলবার (১৮জুলাই) ভোর তিনটার দিকে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট টুলটুলিপাড়া এলাকায় ট্রাক ও বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ওসি তাওহীদ হাসান জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান-চলাচল স্বাভাবিক করা হয়েছে।