
আজ মঙ্গলবার(১৮জুলাই) প্রথম মাঠে নেমেছে বিএনপি ও সমমনা দলগুলো। সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে এই কর্মসূচি চলছে। দলীয় এক সূত্র থেকে জানা গেছে, এ কর্মসূচির মাধ্যমে এক দফা আন্দোলনের পক্ষে জনসমর্থন আদায় ও সরকারের ওপর চাপ বাড়াতে দলটি দেশব্যাপী বড় ধরনের শোডাউনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ ঢাকাসহ সারাদেশের ৮২ সাংগঠনিক জেলায় একযোগে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির এই কর্মসূচিকে সমর্থন দিয়ে ৩৬ টি রাজনৈতিক জোট ও দল রাজধানীর ১১ স্পট থেকে পদযাত্রা কর্মসূচি বের করে। এক দফার যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি মঙ্গলবার রাজধানীর গাবতলী থেকে দয়াগঞ্জ রায় সাহেববাজার মোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এবং বুধবার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ২৪ কিলোমিটারের পদযাত্রা কর্মসূচি পালিত হবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার পতন ছাড়া এবার বিএনপি মাঠ ছাড়বে না। বিএনপির কর্মসূচিতে ব্যাপক লোকসমাগম থাকায় শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। আবার একই দিনে রাজধানী ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের পাল্টা কর্মসূচি থাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে বিএনপি। তাছাড়া পদযাত্রা কর্মসূচিতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।