
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সফরে বিএনপি নেতাদের আশা পূরণ হয় নি।
তিনি বলেন, আসল খবর হচ্ছে বিএনপির নেতারা আশার মালা গেথে প্রহর গুনছেন কখন আসবে উজরা জেয়া, কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা। তারা আসলো , চলেও গেলো। তাই বিএনপি নেতাদের মধ্যে এখন আর আনন্দ নেই। যুক্তরাষ্ট্র ও ইইউ বলে গেছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন চাই।’ বিএনপি নেতারা এখন আর খুশি না। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে এটাই তাদের জ্বালা।
বুধবার (১৯জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের আরও বলেন, আমরা ক্ষমতায়, আমাদের শান্ত থাকতে হবে। মাথা গরম করলে চলবে না। বিএনপি আশাহত হওয়ায় মন খারাপ করে বিভিন্ন জায়গায় গালিগালাজ করছে, হামলা করছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। এসময় বলেন, জনগণের শক্তির বিরুদ্ধে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি।
সমাবেশের পর উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা সাতরাস্তা থেকে শুরু হয়ে বনানীতে গিয়ে শেষ হয়।