
আজ বুধবার (১৯জুলাই) অনুষ্ঠিত হলো বিএনপি আওয়ামীলীগের দ্বিতীয় দিনের কর্মসূচি। এই কর্মসূচিতে যানজটে নাকাল রাজধানীবাসী।
আজ বিকেলে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় আওয়ামী লীগের শান্তি উন্নয়ন শোভাযাত্রায় নেতাকর্মীরা আসতে শুরু করলে ওই এলাকায় ব্যাপক যানজট দেখা যায়। দুইদলের পাল্টাপাল্টি কর্মসূচিতে ভোগান্তি হচ্ছে সাধারন জনগণের। বিশেষ করে বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার জন্য তেজগাঁও সাত রাস্তা এলাকায় জড়ো হওয়ার পর রাজধানীর কেন্দ্রস্থলের আশপাশের সড়কগুলোতে যানজট ছড়িয়ে পড়েছে। দুইদলের কারণে সকাল থেকে দিনভর যানজটে নাকাল নগরবাসী।
গাবতলী থেকে বিএনপি পদযাত্রা নিয়ে শহরের দিকে যত এগিয়েছে তত যানজট বেড়েছে। অন্যদিকে, বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে আওয়ামীলীগের শোভাযাত্রা শুরু হলে যানজট আরও ব্যাপক আকার ধারন করে। এমন যানজটের মধ্যে বিকেলে অফিস ছুটির পর তেজগাঁও ভূমি অফিস থেকে পায়ে হেঁটে জোয়ার সাহারা এলাকার দিকে রওনা দিয়েছেন অফিসের এক কর্মকর্তা।
ট্রাফিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, যানজটের কারণে সবাইকে তেজগাঁও সড়ক বাদ দিয়ে বাংলামোটর , কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। সবচেয়ে বেশি যানজট হচ্ছে মতিঝিল, কাকরাইল, রমনা, মগবাজার, সাতরাস্তা থেকে মহাখালীর রাস্তায়।