
অল্প লক্ষ্যমাত্রা। মাত্র ১৩১ রানের। পাকিস্তানের জন্য চেজ করাটা সহজ হওয়ারই কথা ছিল। কিন্তু চতুর্থ দিনের শেষ বিকেলে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের আশা জাগিয়ে তুলে শ্রীলঙ্কা। তবে ইমাম-উল-হকের দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে আরেকটি টেস্ট জয়ের কৃতিত্ব দেখাল বাবর আজমের দল।
এতে করে টানা এক বছরের জয়খরাও কাটিয়েছে পাকিস্তান।সর্বশেষ এই গলেই শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল তারা। কাকতালীয়ভাবে, সে টেস্টও শুরু হয়েছিল ১৬ জুলাই। এরপর টানা চারটি টেস্ট হারে বাবর আজমের দল, ড্র করেছিল পরের দুটি।পাকিস্তানের রেকর্ড হয়েছে আরও। সব মিলিয়ে সফরকারী কোনো দল মাত্র ষষ্ঠবার গলে চতুর্থ ইনিংসে ব্যাটিং করে জেতার নজির গড়লো তারা। সর্বশেষও জিতেছিল পাকিস্তানই, ২০২২ সালের টেস্টটিতে।