নারী ক্রিকেটের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা

  • আইভি আক্তার
  • আপডেট সময় : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৬৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ভারত ওয়ানডে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছেন ওপেনার ফারজানা হক পিংকি। নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন ফারজানা।
উদ্বোধনী জুটিতে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক পিংকি তোলেন ৯৩ রান।

ম্যাচের ৪৮ তম ওভারে দিপ্তী শর্মার বলে চার মেরে নিজের ব্যক্তিগত শতরান পূরণ করেন তিনি।এর মধ্য দিয়ে লাল-সবুজের দলে নারী ক্রিকেটের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন এই ওপেনার।ইনিংসের শেষ বলে রান আউটের শিকার হলেও তিনি ১৬০ বলে ৬টি চারে খেলেছেন ১০৭ রানের এক ইনিংস।
তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ৫০ ওভার শেষে বাঘিনীদের সংগ্রহ দাঁড়িয়েছিলো ২২৫।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে পূর্বে সর্বোচ্চ ছিল যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষেই ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫ রান করেন সালমা, পরের ম্যাচে তা স্পর্শ করেন রুমানা। ১০ বছর পর তাদেরকে ছাড়িয়ে গেলেন ফারজানা।আজকের ওয়ানডে ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার।

২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে শতক হাঁকান তিনি। একই ম্যাচে শতক পূর্ণ করেন নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।

ফারজানার সেঞ্চুরিতে ভারতকে ২২৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।এছাড়া সব ওয়ানডে মিলিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

এমন ম্যাচে অধিনায়কের আস্থার শতভাগ প্রতিফলন দিয়েছেন দুই ওপেনার। তিন ম্যাচ ওয়ানডের এ সিরিজের আগের দুই ম্যাচে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ।সিরিজে ১-১ সমতা থাকায় এ ম্যাচের ফলে নির্ধারন হবে সিরিজের ট্রফি কার ঘরে উঠছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী ক্রিকেটের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা

আপডেট সময় : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছেন ওপেনার ফারজানা হক পিংকি। নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন ফারজানা।
উদ্বোধনী জুটিতে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক পিংকি তোলেন ৯৩ রান।

ম্যাচের ৪৮ তম ওভারে দিপ্তী শর্মার বলে চার মেরে নিজের ব্যক্তিগত শতরান পূরণ করেন তিনি।এর মধ্য দিয়ে লাল-সবুজের দলে নারী ক্রিকেটের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন এই ওপেনার।ইনিংসের শেষ বলে রান আউটের শিকার হলেও তিনি ১৬০ বলে ৬টি চারে খেলেছেন ১০৭ রানের এক ইনিংস।
তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ৫০ ওভার শেষে বাঘিনীদের সংগ্রহ দাঁড়িয়েছিলো ২২৫।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে পূর্বে সর্বোচ্চ ছিল যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষেই ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫ রান করেন সালমা, পরের ম্যাচে তা স্পর্শ করেন রুমানা। ১০ বছর পর তাদেরকে ছাড়িয়ে গেলেন ফারজানা।আজকের ওয়ানডে ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার।

২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে শতক হাঁকান তিনি। একই ম্যাচে শতক পূর্ণ করেন নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।

ফারজানার সেঞ্চুরিতে ভারতকে ২২৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।এছাড়া সব ওয়ানডে মিলিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

এমন ম্যাচে অধিনায়কের আস্থার শতভাগ প্রতিফলন দিয়েছেন দুই ওপেনার। তিন ম্যাচ ওয়ানডের এ সিরিজের আগের দুই ম্যাচে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ।সিরিজে ১-১ সমতা থাকায় এ ম্যাচের ফলে নির্ধারন হবে সিরিজের ট্রফি কার ঘরে উঠছে।