যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের শান্তি সমাবেশ আজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৬৮২ বার পড়া হয়েছে

ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। রাজধানী ঢাকায় আজ এই দুই সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। দুটি সংগঠন যৌথভাবে আজ শনিবার (২২ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। সমাবেশে আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শুক্রবার (২১ জুলাই) সংগঠন দুইটির পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। যুবলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা-ষড়যন্ত্র অপরাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে শনিবার আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এই শান্তি সমবেশ অনুষ্ঠিত হবে। বিএনপিসহ অন্যান্যদল যেন আন্দোলনের নাম করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেই পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ শান্তি সমাবেশ করে চলেছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ ও ১৯ তারিখ রাজধানীর দুই প্রান্তে বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিএনপির অনুষ্ঠিত পদযাত্রার মধ্যেও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি ও উন্নয়ন কর্মসূচি নিয়ে মাঠে নেমছিল।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের শান্তি সমাবেশ আজ

আপডেট সময় : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। রাজধানী ঢাকায় আজ এই দুই সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। দুটি সংগঠন যৌথভাবে আজ শনিবার (২২ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। সমাবেশে আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শুক্রবার (২১ জুলাই) সংগঠন দুইটির পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। যুবলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা-ষড়যন্ত্র অপরাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে শনিবার আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এই শান্তি সমবেশ অনুষ্ঠিত হবে। বিএনপিসহ অন্যান্যদল যেন আন্দোলনের নাম করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেই পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ শান্তি সমাবেশ করে চলেছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ ও ১৯ তারিখ রাজধানীর দুই প্রান্তে বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিএনপির অনুষ্ঠিত পদযাত্রার মধ্যেও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি ও উন্নয়ন কর্মসূচি নিয়ে মাঠে নেমছিল।