অভিষেকেই মেসির জাদুকরী গোল

  • শাহ সুফি ওয়াছি
  • আপডেট সময় : ০৩:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৬৮১ বার পড়া হয়েছে

ছবিঃ লিওনেল মেসি

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে অভিষেক ম্যাচেই জাদু দেখালেন বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার দারুণ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

আজ শনিবার (২২ জুলাই)আর লিগস কাপে মায়ামি ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে। ৯০ মিনিট অতিরিক্ত সময়েও চলছিল ১-১ সমতায়। এমন অবস্থায় খেলার ৯৪ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে পায়ের জাদু দেখান বিশ্বের অন্যতম সেরা তারকা। অভিষেক দেখতে আসা অসংখ্য মানুষ আনন্দিত হয় ফ্রি-কিক থেকে মেসির অসাধারণ গোল গোল করা দেখে।

ম্যাচে প্রথমার্ধে মেসিকে বেঞ্চে বসিয়ে দর্শকদের অপেক্ষায় রাখেন কোন জেরার্দো টানা মার্তিনো। বিরতির পর ৫৪ মিনিটে মেসি মাঠে নামলে তার নামে উঠে রব।

রবার্ট টেইলরের গোলে ৪৪ মিনিটে এগিয়ে যায় মায়ামি কিন্তু ৬৫ মিনিটে গোল হজম করে বসে। ১-১ গোলের সমতাই ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা ছিল । তবে মেসি বল পায়ে দেখাতে থাকেন নিজের জাদু।

মায়ামির অন্যতম সত্ত্বাধিকারী ডেভিড বেকহাম, মেসির প্রাক্তন সতীর্থ ও বন্ধু সার্জিও আগুয়েরা, বাস্কেটবল তারকা লেব্রন জেমস, টেনিস তারকা সেরানা উইলিয়ামস এদিন মেসির খেলা দেখার জন্য গ্যালারিতে ছিলেন।

৯৪ মিনিটে মেসি গ্যালারি ভর্তি দর্শককে বিস্মিত করে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পেয়ে দারুণ শটে গোল করেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিষেকেই মেসির জাদুকরী গোল

আপডেট সময় : ০৩:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে অভিষেক ম্যাচেই জাদু দেখালেন বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার দারুণ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

আজ শনিবার (২২ জুলাই)আর লিগস কাপে মায়ামি ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে। ৯০ মিনিট অতিরিক্ত সময়েও চলছিল ১-১ সমতায়। এমন অবস্থায় খেলার ৯৪ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে পায়ের জাদু দেখান বিশ্বের অন্যতম সেরা তারকা। অভিষেক দেখতে আসা অসংখ্য মানুষ আনন্দিত হয় ফ্রি-কিক থেকে মেসির অসাধারণ গোল গোল করা দেখে।

ম্যাচে প্রথমার্ধে মেসিকে বেঞ্চে বসিয়ে দর্শকদের অপেক্ষায় রাখেন কোন জেরার্দো টানা মার্তিনো। বিরতির পর ৫৪ মিনিটে মেসি মাঠে নামলে তার নামে উঠে রব।

রবার্ট টেইলরের গোলে ৪৪ মিনিটে এগিয়ে যায় মায়ামি কিন্তু ৬৫ মিনিটে গোল হজম করে বসে। ১-১ গোলের সমতাই ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা ছিল । তবে মেসি বল পায়ে দেখাতে থাকেন নিজের জাদু।

মায়ামির অন্যতম সত্ত্বাধিকারী ডেভিড বেকহাম, মেসির প্রাক্তন সতীর্থ ও বন্ধু সার্জিও আগুয়েরা, বাস্কেটবল তারকা লেব্রন জেমস, টেনিস তারকা সেরানা উইলিয়ামস এদিন মেসির খেলা দেখার জন্য গ্যালারিতে ছিলেন।

৯৪ মিনিটে মেসি গ্যালারি ভর্তি দর্শককে বিস্মিত করে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পেয়ে দারুণ শটে গোল করেন।