
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলেন শিক্ষকরা। এবার আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার। বৈঠকে তিনি আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে।
শনিবার (২২ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আন্দোলনরত সংগঠন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদসহ বেশ কয়েকজন শিক্ষক নেতা সভায় অংশ নেন। এছাড়া আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ বৈঠকে উপস্থিত ছিলেন। বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা অথবা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। আলোচনা ও আন্দোলন দুটোই একসঙ্গে চলতে পারে। আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া নিয়ে সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি।