
গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে সকলের মাঝে দাঁড়িয়ে মোশারফ। তাঁর দু’পাশে দাঁড়িয়ে বাকিরা। কি ভাবছেন? এ কোন মোশারফ, সত্যিই কি মোশারফ! জি সত্যিই দেখছেন “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি এই প্রথম ভারতীয় বাংলার ছবিতে দেখা যাবে বাংলাদেশি জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে। তার মাধ্যমেই গলির ডন হুব্বা শ্যামলের জীবনকে বড় পর্দায় চিত্রায়ন করেছেন পরিচালক ব্রাত্য বসু।
‘হুব্বা’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্কমিউনিকেশন’। ব্রাত্য এবং ফিরদৌসল জুটিকে আগেও দর্শক দেখেছেন। প্রযোজক-পরিচালক জুটির এটা দ্বিতীয় ছবি। উল্লেখ্য, ‘হুব্বা’র মাধ্যমে প্রথমবার ভারতীয় বাংলা ছবিতে দেখা যাবে মোশাররফকে। অবশ্য ওটিটির দৌলতে সেখানকার দর্শক বেশ কিছু ওয়েব সিরিজ়ে অভিনেতার কাজ দেখেছেন।