
শোবিজ জগত মানেই নানা গুঞ্জন। প্রায়ই শোনা যায় প্রেম-বিয়ে ভাঙার ঘটনা। সেখানে বিবাহিত জীবনে একসঙ্গে এতগুলো বছর একসাথে পার করে ফেলেছেন বাংলাদেশের খ্যাতিমান দুই অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। তাদেরকে বাংলাদেশের সফল ও সুখী দম্পতি হিসেবে আখ্যায়িত করে থাকেন অনেকে।
আজ তাদের বিবাহ বার্ষিকী। একই মিডিয়া অঙ্গনে কাজ করতে করতে তাদের ভালোবাসার সম্পর্ক শুরু হয়। বন্ধুত্ব থেকে সেই ভালোবাসা গভীরতা লাভ করে ১৯৯৯ সালে। সে বছরের ২৩ জুলাই বিপাশাকে বিয়ে করেন তৌকির।
ক্যারিয়ারে তারা যেমন সফল তেমনি ব্যক্তিগত জীবনেও। এ তারকা জুটির সংসারে রয়েছে মেয়ে আরিশা আহমেদ ও ছেলে আরীব আহমেদ। দেখতে দেখতে বিবাহিত জীবনে একসঙ্গে ভালোবাসার দুই যুগ পার করলেন জনপ্রিয় এ তারকা জুটি।