
দানুব নদীর তীরবর্তী ইউক্রেনের একটি শস্য ভাণ্ডারে হামলা চালিয়েছে রাশিয়ার ড্রোন। এতে শস্য ভাণ্ডারটির অবকাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইউক্রেনের।
এর আগে রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দরনগরী ওডেসার অপর একটি শস্য ভাণ্ডারেও হামলা চালানোর অভিযোগ ওঠে।
গত এক সপ্তাহে রুশ হামলায় ৬০ লাখ টন শস্য ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। এই হামলার কারণে একটি শস্য হ্যাংগার ও সংরক্ষণের জন্য ব্যবহৃত ট্যাংক ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে জানান ওলেহ কিপার। স্থানীয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, রাশিয়ার হামলায় তিনটি গুদাম ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: বিবিসি