
কয়েক মাস আগে নাটোরের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছিল। সেই হামলার অভিযোগ যার বিরুদ্ধে, সেই যুবলীগ নেতার উপর একই কায়দায় হামলা হল, তাতে এক হাতের কব্জি হারালেন তিনি।
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ে বিরোধকে এই রক্তারক্তির জন্য দায়ী করছে পুলিশ।
রোববার রাত পৌনে ১০টার দিকে শহরের বলাড়ীপাড়া এলাকায় হামলা হয় নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর উপর। নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মিঠুন আলীর ডান হাতের কব্জি কেটে নেওয়া হয়। তাকে রক্ষা করতে গিয়ে তার তিন সমর্থক আহত হয়েছেন।
মিঠুন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। আহত অন্য তিনজন আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। মিঠুনের উপর হামলায় যারা জড়িত, তাদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।