কাঠগড়ায় পরীমনি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ১৬৮৬ বার পড়া হয়েছে

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে চিত্রনায়িকা পরীমনি। দুই বছর আগে ঢাকার অদূরে সাভারের বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে তাঁর করা মামলায় আজ সোমবার সাক্ষ্য দিচ্ছিলেন তিনি। সময় তখন বেলা ১টা ১৫ মিনিট। ঘটনার কিছু বিবরণ দিয়ে পরীমনি আবেগপ্রবণ হয়ে পরে। ডুকরে কেঁদে ওঠেন তিনি।

বিচারকের উদ্দেশে তিনি বলেন সেদিনের ঘটনা মনে পরলে তিনি এখনও ট্রমাটাইজড হয়ে যান। পরে বিচারক পরীমনির জন্য ক্যামেরা ট্রায়াল মঞ্জুর করেন। পরীমনিকে বলেন, ‘ক্যামেরা ট্রায়ালে বিচার হবে।’
আগামী ২৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে এজলাস ত্যাগ করেন বিচারক।

পরীমনি যখন আদালতে সাক্ষ্য দিচ্ছিলেন, তখন কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী। পরিমনির আইনজীবী ছিলেন মুজিবর রহমান।

২০২১ সালের ১৪ জুন সাভার থানায় পরীমনি বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসির, তুহিন ও শহিদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রটি আদালত আমলে নেন এবং খতিয়ে দেখেন।

গত বছরের ২৯ নভেম্বর আদালতে প্রথম আংশিক সাক্ষ্য দেন পরীমনি। সেদিনের ধারাবাহিকতায় আজও তিনি ঘটনার কিছু বিবরণ দেন।

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাঠগড়ায় পরীমনি

আপডেট সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে চিত্রনায়িকা পরীমনি। দুই বছর আগে ঢাকার অদূরে সাভারের বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে তাঁর করা মামলায় আজ সোমবার সাক্ষ্য দিচ্ছিলেন তিনি। সময় তখন বেলা ১টা ১৫ মিনিট। ঘটনার কিছু বিবরণ দিয়ে পরীমনি আবেগপ্রবণ হয়ে পরে। ডুকরে কেঁদে ওঠেন তিনি।

বিচারকের উদ্দেশে তিনি বলেন সেদিনের ঘটনা মনে পরলে তিনি এখনও ট্রমাটাইজড হয়ে যান। পরে বিচারক পরীমনির জন্য ক্যামেরা ট্রায়াল মঞ্জুর করেন। পরীমনিকে বলেন, ‘ক্যামেরা ট্রায়ালে বিচার হবে।’
আগামী ২৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে এজলাস ত্যাগ করেন বিচারক।

পরীমনি যখন আদালতে সাক্ষ্য দিচ্ছিলেন, তখন কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী। পরিমনির আইনজীবী ছিলেন মুজিবর রহমান।

২০২১ সালের ১৪ জুন সাভার থানায় পরীমনি বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসির, তুহিন ও শহিদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রটি আদালত আমলে নেন এবং খতিয়ে দেখেন।

গত বছরের ২৯ নভেম্বর আদালতে প্রথম আংশিক সাক্ষ্য দেন পরীমনি। সেদিনের ধারাবাহিকতায় আজও তিনি ঘটনার কিছু বিবরণ দেন।