
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকচাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) বিকেলে উপজেলার কন্দর্পপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা খাতুন (৯) জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ানের কন্দর্পপুর স্কুলপাড়ার বকুল উদ্দিনের মেয়ে ও কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। জানা গেছে, আয়েশা খাতুন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করে হেফাজতে নেয়া হয়েছে। মরদেহের সুরতহাল করা হয়েছে।