
নারায়নগঞ্জের ফতুল্লায় এক পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এই দুর্ঘটনায় কারখানার ২০ জন কর্মী আহত হয়েছেন। আহতদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার ২৪ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডটি ঘটে। পোশাক কারখানাটির নাম ফকির এপারেলস। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। অগ্নিকাণ্ডে আহতরা হলেন- রিপন, সুমন, মাসুদ, নাহিদ, মুখলেসুর, রাকিব, ওবায়দুর, আরফান, ইমন, মারুফ, আরিফ ইসলাম, আ. সোবহান, আবুল কালাম, ফরিদ উদ্দিন, বিপুল, মিরাজ, ইউসুফ, বাছির। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এদিকে আগুন নেভাতে আসার পথে সড়ক দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের গাড়ি চালকসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত আটজন। শহরের চাষাঢ়ায় শান্তা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।