বিদায় নেবে ইলন মাস্কের ‘নীল পাখি’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ১৬৮৮ বার পড়া হয়েছে

টুইটারের ব্যবসা বাড়াতে ইলন মাস্ক এবার কোম্পানির লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। খবর রয়টার্সের।

বিজ্ঞাপনদাতারা টুইটারমুখী হচ্ছে না, এই কথা স্বীকার করে নেন মাস্ক। তাই টুইটারের বহুল প্রচলিত পাখির লোগো পরিবর্তন করে লোগো হিসেবে এক্স অক্ষর বেছে নিতে চান তিনি। যদিও বিশ্লেষকদের ভাবনা অন্যরকম। লোগো পরিবর্তন টুইটারের জন্য ভালো হবে না বলে তারা ধারণা করছেন। লোগো পরিবর্তন করা হলে টুইটার আরও বিচ্ছিন্ন হবে। অর্থাৎ এই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির যে বিপুলসংখ্যক অনুগত ভক্তকুল আছেন, লোগো পরিবর্তনের কারণে তাঁরা আরও মুখ ফিরিয়ে নেবেন বলে ভাবছেন তারা।

এদিকে মাস্কের ভাবনা অনুযায়ী,  জুনের মধ্যে কোম্পানির ক্যাশ ফ্লো ইতিবাচক ধারায় আসবে। টুইটারের ক্যাশ ফ্লো বা অর্থের প্রবাহ এখনো নেতিবাচক ধারায় প্রবাহিত হচ্ছে। তার কারণ হিসেবে তিনি বলেছেন, কোম্পানির বিজ্ঞাপনী রাজস্ব ৫০ শতাংশ কমেছে এবং সেই সঙ্গে কোম্পানির ঋণও অনেক বেশি।

গতকাল নিজের টুইট অ্যাকাউন্টে লোগো পরিবর্তনের ঘোষণা দেন ইলন মাস্ক। সেই সঙ্গে নিজের লাখ লাখ অনুসারীদের কাছে জানতে চান, টুইটারের রং নীল থেকে পরিবর্তন করে কালো করা হলে কেমন হবে। কালো জমিনে এক্স-এর সুদৃশ্য একটি রূপরেখাও প্রকাশ করেন তিনি।

মাস্ক আরও বলেন, ‘শিগগিরই আমরা টুইটারের ব্র্যান্ডকে বিদায় জানাব; ধীরে ধীরে সব পাখিকেও বিদায় জানানো হবে।’

গত বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা কিছু করছেন ইলন মাস্ক। এ নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। বিজ্ঞাপনদাতারাও টুইটার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই বাস্তবতায় লোগো পরিবর্তন করে টুইটার কতটা সফল হবে, তা নিয়ে বিশ্লেষকেরা সন্দিহান।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদায় নেবে ইলন মাস্কের ‘নীল পাখি’

আপডেট সময় : ০৫:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

টুইটারের ব্যবসা বাড়াতে ইলন মাস্ক এবার কোম্পানির লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। খবর রয়টার্সের।

বিজ্ঞাপনদাতারা টুইটারমুখী হচ্ছে না, এই কথা স্বীকার করে নেন মাস্ক। তাই টুইটারের বহুল প্রচলিত পাখির লোগো পরিবর্তন করে লোগো হিসেবে এক্স অক্ষর বেছে নিতে চান তিনি। যদিও বিশ্লেষকদের ভাবনা অন্যরকম। লোগো পরিবর্তন টুইটারের জন্য ভালো হবে না বলে তারা ধারণা করছেন। লোগো পরিবর্তন করা হলে টুইটার আরও বিচ্ছিন্ন হবে। অর্থাৎ এই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির যে বিপুলসংখ্যক অনুগত ভক্তকুল আছেন, লোগো পরিবর্তনের কারণে তাঁরা আরও মুখ ফিরিয়ে নেবেন বলে ভাবছেন তারা।

এদিকে মাস্কের ভাবনা অনুযায়ী,  জুনের মধ্যে কোম্পানির ক্যাশ ফ্লো ইতিবাচক ধারায় আসবে। টুইটারের ক্যাশ ফ্লো বা অর্থের প্রবাহ এখনো নেতিবাচক ধারায় প্রবাহিত হচ্ছে। তার কারণ হিসেবে তিনি বলেছেন, কোম্পানির বিজ্ঞাপনী রাজস্ব ৫০ শতাংশ কমেছে এবং সেই সঙ্গে কোম্পানির ঋণও অনেক বেশি।

গতকাল নিজের টুইট অ্যাকাউন্টে লোগো পরিবর্তনের ঘোষণা দেন ইলন মাস্ক। সেই সঙ্গে নিজের লাখ লাখ অনুসারীদের কাছে জানতে চান, টুইটারের রং নীল থেকে পরিবর্তন করে কালো করা হলে কেমন হবে। কালো জমিনে এক্স-এর সুদৃশ্য একটি রূপরেখাও প্রকাশ করেন তিনি।

মাস্ক আরও বলেন, ‘শিগগিরই আমরা টুইটারের ব্র্যান্ডকে বিদায় জানাব; ধীরে ধীরে সব পাখিকেও বিদায় জানানো হবে।’

গত বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা কিছু করছেন ইলন মাস্ক। এ নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। বিজ্ঞাপনদাতারাও টুইটার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই বাস্তবতায় লোগো পরিবর্তন করে টুইটার কতটা সফল হবে, তা নিয়ে বিশ্লেষকেরা সন্দিহান।