
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আবারও দল পাল্টে যাচ্ছে ডানহাতি ব্যাটার মুশফিকুর রহিমের। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেললেও আগামী আসরে ঢাকার জার্সিতে বিপিএল খেলবেন তিনি। দল ব্দলের সিদ্ধান্তে এবারই প্রথম রাজধানীর কোনো দলের হয়ে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন এই খেলোয়াড় । যদিও এখনও চুক্তি সম্পন্ন হয়নি।
ঢাকায় বিপিএলে মুশফিকের ৯ম দল হবে। এর আগে দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপারস্টার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, বরিশাল বুলস ও রাজশাহী কিংসের হয়ে খেলেছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকায় খেলেছিলেন মুশফিক।
আগামী বিপিএলে দল বাড়ার সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে আবারও বিপিএলে ফিরতে যাচ্ছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।