নতুন চরিত্রে আলিয়া

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • ১৬৮৯ বার পড়া হয়েছে

দারূণ একটি বছর পার করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সংসার আর ক্যারিয়ার দুদিকেই যেন ১০০ তে ১০০।  সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ সিনেমাটি। যেখানে আবারো জুটি বেধেছেন গাল্লি বয় রানভীর সিং’র সাথে। এমনিকি হলিউডেও অভিষেক হতে চলেছে তাঁর। একের পর এক বড় প্রকল্প যোগ হচ্ছে তাঁর ঝুলি তে।

নতুন খবর হলো, এবার এক অ্যাকশন-থ্রিলারধর্মী ছবির নায়িকা হতে চলেছেন ভাট কন্যা। কিছু দিন আগেই জানা যায়, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। খ্যাতনামা পরিচালক বাসন বালার আগামী রোমাঞ্চধর্মী ছবির মূল চরিত্রে তাঁকে দেখা যাবে তাও আবার স্বতন্ত্রভাবে। গোয়েন্দাভিত্তিক ও রহস্য-রোমাঞ্চধর্মী এই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এখন। চলতি বছরের সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হবে।

শোনা যাচ্ছে, বাসন বালার এই ছবিতে আলিয়াকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে। এর আগে এ রকম কোনো ভূমিকায় তাঁকে দেখা যায়নি বলে এখন থেকেই খুবই উত্তেজনায় বলিউডবাসী। জেল ভাঙা কয়েদিকে নিয়ে বাসন বালা লিখেছেন এক রোমাঞ্চকর কাহিনি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন চরিত্রে আলিয়া

আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

দারূণ একটি বছর পার করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সংসার আর ক্যারিয়ার দুদিকেই যেন ১০০ তে ১০০।  সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ সিনেমাটি। যেখানে আবারো জুটি বেধেছেন গাল্লি বয় রানভীর সিং’র সাথে। এমনিকি হলিউডেও অভিষেক হতে চলেছে তাঁর। একের পর এক বড় প্রকল্প যোগ হচ্ছে তাঁর ঝুলি তে।

নতুন খবর হলো, এবার এক অ্যাকশন-থ্রিলারধর্মী ছবির নায়িকা হতে চলেছেন ভাট কন্যা। কিছু দিন আগেই জানা যায়, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। খ্যাতনামা পরিচালক বাসন বালার আগামী রোমাঞ্চধর্মী ছবির মূল চরিত্রে তাঁকে দেখা যাবে তাও আবার স্বতন্ত্রভাবে। গোয়েন্দাভিত্তিক ও রহস্য-রোমাঞ্চধর্মী এই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এখন। চলতি বছরের সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হবে।

শোনা যাচ্ছে, বাসন বালার এই ছবিতে আলিয়াকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে। এর আগে এ রকম কোনো ভূমিকায় তাঁকে দেখা যায়নি বলে এখন থেকেই খুবই উত্তেজনায় বলিউডবাসী। জেল ভাঙা কয়েদিকে নিয়ে বাসন বালা লিখেছেন এক রোমাঞ্চকর কাহিনি।