
সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করছেন না ইসি। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান হবে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিছুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক সমস্যা সমাধান নির্বাচন কমিশনের এখতিয়ার নয়, সংলাপ নিয়েও আপাতত কমিশনের ভাবনা নেই।
ইসি সংলাপের কোনো উদ্যোগ নেবে কি না, এমন এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘না, আমরা কেন আর সংলাপের উদ্যোগ নেব? সংলাপের…আপাতত কোনো কিছু ভাবছি না এটা নিয়ে। আমাদের সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে সমাধান হবে।’