
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আরও আড়াই মাসেরও কম সময় বাকি রয়েছে। ইতিমধ্যে আইসিসির এই আসরের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। যেখানে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছে ভারত-পাকিস্তানের মধ্যকার ১৫ অক্টোবরের ম্যাচটি। সূচি অনুযায়ী হাইভোল্টেজ ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে সেই সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
তবে নতুন করে সূচি পরিবর্তন হলে বাড়তি ঝামেলা পোহাতে হবে অগ্রিম বুকিং দেওয়া এসব দর্শকের। ক্রিকেটভক্তদের অনেকেই ইতোমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য নির্দিষ্ট তারিখে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন।