৩৮ বছর ক্ষমতায় থাকা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ১৬৮১ বার পড়া হয়েছে

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বিশ্বের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীদের একজন। সম্প্রতি তিনি আবারও ক্ষমতায় এসেছেন। তবে তা এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। অবশেষে শুনা যাচ্ছে তিনি পদত্যাগের ঘোষনা দিয়েছেন।

বুধবার ২৬ জুলাই রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে হুন সেন এ ঘোষণা দেন। এবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করেন হুন সেন। ৭০ বছর বয়সি হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করছেন। তিনি কর্তৃত্ববাদী শাসন চালিয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় আছেন। যার ফলে বিশ্বজুড়ে তিনি বেশ বিতর্কিত ও সমালোচিত। তিনি ২০২০ সালে প্রথম তার বড় ছেলে হুন মানেটের কাছে ক্ষমতা পরিবর্তনের পতাকা তুলেছিলেন। তবে বুধবার পর্যন্ত, পর্যবেক্ষকরা নিশ্চিত ছিলেন না যে ঠিক কখন এই ক্ষমতা হস্তান্তর হবে।

হুন সেন বলেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাব না। তার পদে থাকা রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, এ জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হুন সেনের ছেলে হুন ম্যানেট কম্বোডিয়ান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির ক্ষমতা নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। বিশ্লেষকদের অনেকে মনে করেন, হুন সেনের ছেলে হান ম্যানেট (পড়ালেখা করেছেন পশ্চিমা দেশে) ক্ষমতা নিলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

হুন মানেট, হুন সেনের তিন ছেলের মধ্যে সবচেয়ে বড়। তিনি কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধান।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৮ বছর ক্ষমতায় থাকা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বিশ্বের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীদের একজন। সম্প্রতি তিনি আবারও ক্ষমতায় এসেছেন। তবে তা এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। অবশেষে শুনা যাচ্ছে তিনি পদত্যাগের ঘোষনা দিয়েছেন।

বুধবার ২৬ জুলাই রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে হুন সেন এ ঘোষণা দেন। এবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করেন হুন সেন। ৭০ বছর বয়সি হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করছেন। তিনি কর্তৃত্ববাদী শাসন চালিয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় আছেন। যার ফলে বিশ্বজুড়ে তিনি বেশ বিতর্কিত ও সমালোচিত। তিনি ২০২০ সালে প্রথম তার বড় ছেলে হুন মানেটের কাছে ক্ষমতা পরিবর্তনের পতাকা তুলেছিলেন। তবে বুধবার পর্যন্ত, পর্যবেক্ষকরা নিশ্চিত ছিলেন না যে ঠিক কখন এই ক্ষমতা হস্তান্তর হবে।

হুন সেন বলেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাব না। তার পদে থাকা রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, এ জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হুন সেনের ছেলে হুন ম্যানেট কম্বোডিয়ান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির ক্ষমতা নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। বিশ্লেষকদের অনেকে মনে করেন, হুন সেনের ছেলে হান ম্যানেট (পড়ালেখা করেছেন পশ্চিমা দেশে) ক্ষমতা নিলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

হুন মানেট, হুন সেনের তিন ছেলের মধ্যে সবচেয়ে বড়। তিনি কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধান।