
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
বিকেল ৫টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে তিন সংগঠনের যৌথ সমাবেশ শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।