
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার বাহিরে থেকে আসা নেতাকর্মী ও মহানগরীর প্রায় কয়েকশ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বুধবার (২৬ জুলাই) রাতে এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ডিএমপি সূত্রে জানা যায়, গতরাতে মোট ৪১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এদের মধ্যে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি রয়েছেন। এর মধ্যে বিএনপির কতজন নেতাকর্মী রয়েছেন তা জানা যায়নি। এর আগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার ৭৫ জন বিএনপির নেতাকর্মীকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতরাতে নয়াপল্টনে হোটেল মিডওয়েতে অভিযান চালায় ডিএমপি। দুই ঘণ্টা ধরে অভিযান চালানো হয়। এ সময় অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয় বলে সূত্রে জানা যায়। পুলিশের দাবি আটকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ওই হোটেলে জড়ো হয়েছিলেন।
রিজভী অভিযোগ করে বলেন, ‘নয়াপল্টনের কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিডওয়ে হোটেল ও ভিক্টোরিয়া হোটেলেও অভিযান চালায় পুলিশ। ২৮ জুলাই মহাসমাবেশে যোগ দিতে আসা ৩০০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করে তারা।’