
চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার হঠাৎপাড়া থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের ফ্লাটবারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। পাচারকারীর নাম কুষুম পোদ্দার (৪৭)।
বৃহস্পতিবার (২৭জুলাই) সকালে পাচারকারীকে আটক করা হয়। তিনি স্বর্নগুলো ভারতে পাচার করতে যাচ্ছিলেন বলে জানা যায়। আটক কুষুম পোদ্দার গাজীপুর জেলার টঙ্গী থানার টঙ্গীভরান গ্রামের সাধন পোদ্দারের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বিজিবির একটি টহলদল দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘটনাস্থলে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাবাস করে। এক পর্যায়ে আটক আসামি তার কোমরের বেল্ট থেকে চারটি স্বর্ণের বার বের করে দেয়।
বিজিবি পরিচালক জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।