ইউক্রেনের নতুন কৌশলে পিছু হটতে বাধ্য রাশিয়া

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ১৬৮৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের সেনারা জুনের প্রথম সপ্তাহ থেকে রুশ সেনাদের বিরুদ্ধে পালটা হামলা শুরু করে। এক সপ্তাহ ধরে চলছিলো এই হামলা। এক সপ্তাহ পর হামলার গতি ধীর হয়ে আসে। প্রায় দুই মাস ধরে হামলা বন্ধই ছিল বলা যায়।

এবার, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন আবার নতুন করে হামলা চালানো শুরু করেছে। ইউক্রেনীয় সেনারা এবার পশ্চিমা ও আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধে নেমেছে। দক্ষিণ দিকের দখলকতৃ অঞ্চল থেকে রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে জাপোরিঝিয়ায় গেছে ইউক্রেনের কয়েক হাজার সেনা। ধারনা করা হচ্ছে, রুশ বাহিনীর দুর্বলতা খুঁজে পেয়ে পাল্টা আক্রমন করছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় সেনাদের দক্ষিণ দিকে পাঠানোর জন্য বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই পালটা হামলায় কিছু সাফল্য পেয়েছে ইউক্রেনীয় বাহিনী। তারা দক্ষিণপূর্ব দিকে রুশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হয়েছে। ইউক্রেনে ৬০০ মিটার দখল করে নিয়েছে। জাপোরিঝিয়ায় রাশিয়ার নিযুক্ত সামরিক কর্মকর্তা ভ্লাদিমির রোগোভ জানিয়েছেন, জাপোরিঝিয়ায় ইউক্রেনীয় সেনারা, রুশ সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ধাপের অন্তত তিন দিকে এগোতে সমর্থ হয়েছে।

তিনি বলেছেন, ‘জাপোরিঝিয়া সম্মুখভাগে ইউক্রেনের সেনাদের পালটা আক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ইউক্রেনীয় বাহিনী ১০০টিরও বেশি সাঁজোয়া যান নিয়ে কয়েক দফায় হামলা করেছে। এতে তারা আমাদের প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছে। সেখানে তুমুল লড়াই হচ্ছে।’ রুশ এ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনীয়দের অগ্রসর ঠেকাতে বিমানসহ সব ধরনের শক্তি ব্যবহার করছেন তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বৃহস্পতিবার জানিয়েছেন গত কয়েক দিনে ইউক্রেনীয় সেনাদের হামলার তীব্রতা বেড়েছে। তবে তিনি দাবি করেছেন, রুশ সেনারা ইউক্রেনীয়দের পিছু হটাতে বাধ্য করেছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের নতুন কৌশলে পিছু হটতে বাধ্য রাশিয়া

আপডেট সময় : ০২:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

ইউক্রেনের সেনারা জুনের প্রথম সপ্তাহ থেকে রুশ সেনাদের বিরুদ্ধে পালটা হামলা শুরু করে। এক সপ্তাহ ধরে চলছিলো এই হামলা। এক সপ্তাহ পর হামলার গতি ধীর হয়ে আসে। প্রায় দুই মাস ধরে হামলা বন্ধই ছিল বলা যায়।

এবার, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন আবার নতুন করে হামলা চালানো শুরু করেছে। ইউক্রেনীয় সেনারা এবার পশ্চিমা ও আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধে নেমেছে। দক্ষিণ দিকের দখলকতৃ অঞ্চল থেকে রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে জাপোরিঝিয়ায় গেছে ইউক্রেনের কয়েক হাজার সেনা। ধারনা করা হচ্ছে, রুশ বাহিনীর দুর্বলতা খুঁজে পেয়ে পাল্টা আক্রমন করছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় সেনাদের দক্ষিণ দিকে পাঠানোর জন্য বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই পালটা হামলায় কিছু সাফল্য পেয়েছে ইউক্রেনীয় বাহিনী। তারা দক্ষিণপূর্ব দিকে রুশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হয়েছে। ইউক্রেনে ৬০০ মিটার দখল করে নিয়েছে। জাপোরিঝিয়ায় রাশিয়ার নিযুক্ত সামরিক কর্মকর্তা ভ্লাদিমির রোগোভ জানিয়েছেন, জাপোরিঝিয়ায় ইউক্রেনীয় সেনারা, রুশ সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ধাপের অন্তত তিন দিকে এগোতে সমর্থ হয়েছে।

তিনি বলেছেন, ‘জাপোরিঝিয়া সম্মুখভাগে ইউক্রেনের সেনাদের পালটা আক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ইউক্রেনীয় বাহিনী ১০০টিরও বেশি সাঁজোয়া যান নিয়ে কয়েক দফায় হামলা করেছে। এতে তারা আমাদের প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছে। সেখানে তুমুল লড়াই হচ্ছে।’ রুশ এ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনীয়দের অগ্রসর ঠেকাতে বিমানসহ সব ধরনের শক্তি ব্যবহার করছেন তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বৃহস্পতিবার জানিয়েছেন গত কয়েক দিনে ইউক্রেনীয় সেনাদের হামলার তীব্রতা বেড়েছে। তবে তিনি দাবি করেছেন, রুশ সেনারা ইউক্রেনীয়দের পিছু হটাতে বাধ্য করেছে।