
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ—দুটিই কম বলে জানা গেছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৮৩। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৮৯২, ছাত্রী ৮৫ হাজার ৪৯১।