চরমোনাই পীরের নিরপেক্ষ নির্বাচনের দাবি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ১৬৮২ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মন্তব্য করেছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি অবাস্তব নয়। তিনি বলেন, ‘বাক্‌স্বাধীনতা হরণের পরে সংবিধানের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকে আজ আমি অবৈধ ঘোষণা করলাম।’

ইসলামী যুব আন্দোলনের আজ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে উপলক্ষে আজ শুক্রবার সকালে পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর। যুব সমাবেশে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, যুবকেরা ভোটার হওয়ার পর তাঁরা সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। যারা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন করছেন, তাঁদের অভিনন্দন জানানো হয় সমাবেশে। যাঁরা এখনো মানুষের ভোটাধিকারের জন্য মাঠে নামেননি, তাঁদের মাঠে নামার আহ্বান জানানো হয়।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আমরা সবাই যদি একযোগে আন্দোলনে নামতে পারি, তবে জালিমদের পতন অবশ্যম্ভাবী।’ সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, কোনো জালিম অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবকদের সুশৃঙ্খলভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে যুব সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, যুব নেতা আতিকুর রহমান, মাওলানা মানছুর আহমাদ প্রমুখ বক্তব্য দেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চরমোনাই পীরের নিরপেক্ষ নির্বাচনের দাবি

আপডেট সময় : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মন্তব্য করেছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি অবাস্তব নয়। তিনি বলেন, ‘বাক্‌স্বাধীনতা হরণের পরে সংবিধানের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকে আজ আমি অবৈধ ঘোষণা করলাম।’

ইসলামী যুব আন্দোলনের আজ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে উপলক্ষে আজ শুক্রবার সকালে পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর। যুব সমাবেশে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, যুবকেরা ভোটার হওয়ার পর তাঁরা সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। যারা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন করছেন, তাঁদের অভিনন্দন জানানো হয় সমাবেশে। যাঁরা এখনো মানুষের ভোটাধিকারের জন্য মাঠে নামেননি, তাঁদের মাঠে নামার আহ্বান জানানো হয়।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আমরা সবাই যদি একযোগে আন্দোলনে নামতে পারি, তবে জালিমদের পতন অবশ্যম্ভাবী।’ সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, কোনো জালিম অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবকদের সুশৃঙ্খলভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে যুব সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, যুব নেতা আতিকুর রহমান, মাওলানা মানছুর আহমাদ প্রমুখ বক্তব্য দেন।