
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে জনপ্রিয় সংলাপ ‘খেলা হবে’। মূলত ভারতের সেন্সর বোর্ডের নির্দেশেই বাদ দেওয়া হয় সংলাপটি। নেটমাধ্যমে বিষয়টি নিয়ে জোর চর্চা হলেও এতদিন কেউই মুখ খোলেননি। এবার সংলাপটি বাদ দেওয়া প্রসঙ্গে কথা বলেছেন আলিয়া।
সোমবার (২৪ জুলাই) এই সিনেমার প্রচারণায় কলকাতায় এসেছিলেন আলিয়া-রণবীর। সাংবাদিকদের মুখোমুখি হলে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে।
জবাবে কিছুটা ধোঁয়াশা রেখে আলিয়া ভাট বলেন, সিনেমায় সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সেটা সিনেমার কোনো ক্ষতি করবে না বলেই আমার বিশ্বাস।