
দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।
আজ শনিবার (২৯ জুলাই) সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে আটটি ক্যাটাগরিতে আটটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে আনুষ্ঠানিকভাবে এই সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়। নগদ এর এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। দেশে কোনো ইউনিকর্ন স্টার্টআপকে স্বীকৃতি দেওয়ার আয়োজন এবারই প্রথম। স্বীকৃতি গ্রহণের পর নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ পরিবার ও আমার জন্য আজকের এই দিন অবিস্মরণীয় হয়ে থাকবে। যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, প্রধানমন্ত্রীর হাত থেকে তার স্বীকৃতি পেলাম। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’