
১৯৫৫ সালে মুক্তি পায় কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’। এই সিনেমা দিয়ে গোটা বিশ্ব তাক লাগিয়েছেন তিনি। ইতিহাসের পাতায় যা আজও সেরার তালিকায় উজ্জ্বল হয়ে আছে ‘পথের পাঁচালী’।
এবার এলো আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। বিখ্যাত ম্যাগাজিন টাইম-এর জরিপে পৃথিবীর ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে সত্যজিতের অমর সৃষ্টি।
সম্প্রতি গত ১০০ বছরের সেরা চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ১৯৫০-এর দশকের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে চতুর্থ অবস্থানে আছে ‘পথের পাঁচালী’। পুরো এক শতাব্দীর এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা।
টাইম ম্যাগাজিনের এই তালিকায় রয়েছে ‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’, ‘বাইসাইকেল থিফ’, ‘ব্রেথলেস’, ‘সাইকো’, ‘গন উইথ দ্য উইন্ড’, ‘সেভেন সামুরাই’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার পার্ট ২’, ‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’-এর মতো ক্লাসিক চলচ্চিত্রগুলো। তালিকায় রয়েছে ‘ইটি দ্য এক্সট্রা-টেরিস্ট্রিয়াল’ এবং ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রও। নতুন দশকের মধ্যে রয়েছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, ‘মুলহল্যান্ড ড্রাইভ’, ‘প্যানস ল্যাবিরিন্থ’ এবং গ্রেটা গারউইগের ‘লিটল উইমেন’-এর মতো চলচ্চিত্র।