‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসির সঙ্গে জড়িত দুজন গ্রেপ্তার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ১৭০৪ বার পড়া হয়েছে

গত ঈদে মুক্ত পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসির সঙ্গে জড়িত সন্দেহে ইমামুল কবির ও মনিরুল শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

আজ শনিবার বিকেল চারটার দিকে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

ছবিটি পাইরেসি হওয়ার পর ২৭ জুলাই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ দিয়েছিলেন ‘সুড়ঙ্গ’ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও দুই অভিনয়শিল্পী আফরান নিশো, তমা মির্জা। সেখানে পাইরেসির সঙ্গে জড়িত প্রাথমিকভাবে শনাক্ত ছয়জনের নাম উল্লেখ করা হয়েছিল। অভিযোগ জানানোর দুই দিন পর আজ জানা গেলো দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

আজকের সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান বলেন, ‘গত পরশু “সুড়ঙ্গ” ছবির প্রযোজক পরিচালক, নায়ক ও নায়িকা আমাদের কাছে এসেছিলেন। ছবিটির পাইরেসি নিয়ে আমাদের কাছে অভিযোগ করেছিলেন। “সুড়ঙ্গ” ছবিটি বর্তমান দেশ-বিদেশে সাড়া ফেলেছে। প্রচুর দর্শক দেখছেন ছবিটি। ঠিক সে সময়েই একটি চক্র ছবিটি পাইরেসি করে সিনেমাকে ক্ষতিগ্রস্ত করতে ইউটিউব, ফেসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে দেয়। যাতে করে ছবিটি দেখতে দর্শকেরা হলবিমুখ হন। এটি  আইনের দৃষ্টিতে বড় অপরাধ। পাশাপাশি এই ছবির প্রযোজকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা। সর্বপুরি পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি করার অপচেষ্টা। ইতিমধ্যে এই পাইরেসির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দুজনকে গ্রেপ্তার করেছি আমরা। তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসির সঙ্গে জড়িত দুজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

গত ঈদে মুক্ত পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসির সঙ্গে জড়িত সন্দেহে ইমামুল কবির ও মনিরুল শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

আজ শনিবার বিকেল চারটার দিকে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

ছবিটি পাইরেসি হওয়ার পর ২৭ জুলাই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ দিয়েছিলেন ‘সুড়ঙ্গ’ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও দুই অভিনয়শিল্পী আফরান নিশো, তমা মির্জা। সেখানে পাইরেসির সঙ্গে জড়িত প্রাথমিকভাবে শনাক্ত ছয়জনের নাম উল্লেখ করা হয়েছিল। অভিযোগ জানানোর দুই দিন পর আজ জানা গেলো দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

আজকের সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান বলেন, ‘গত পরশু “সুড়ঙ্গ” ছবির প্রযোজক পরিচালক, নায়ক ও নায়িকা আমাদের কাছে এসেছিলেন। ছবিটির পাইরেসি নিয়ে আমাদের কাছে অভিযোগ করেছিলেন। “সুড়ঙ্গ” ছবিটি বর্তমান দেশ-বিদেশে সাড়া ফেলেছে। প্রচুর দর্শক দেখছেন ছবিটি। ঠিক সে সময়েই একটি চক্র ছবিটি পাইরেসি করে সিনেমাকে ক্ষতিগ্রস্ত করতে ইউটিউব, ফেসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে দেয়। যাতে করে ছবিটি দেখতে দর্শকেরা হলবিমুখ হন। এটি  আইনের দৃষ্টিতে বড় অপরাধ। পাশাপাশি এই ছবির প্রযোজকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা। সর্বপুরি পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি করার অপচেষ্টা। ইতিমধ্যে এই পাইরেসির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দুজনকে গ্রেপ্তার করেছি আমরা। তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’