
পবিত্র ঈদুল ফিতর, বৈশাখের প্রথম দিন এবং এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের দিনগুলোতে সবচেয়ে বেশি মিষ্টি বিক্রি হয়।
আজ শুক্রবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হলেও রাজধানীতে মিষ্টির বিক্রি অন্যবারের মতো জমেনি। তার কারণ, আজ দুপুর থেকে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। সকাল থেকে সড়কে যান চলাচলও ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। সব মিলিয়ে মানুষের মধ্যে একধরনের আতঙ্ক ছিল। ব্যাবসায়ীরা বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন মিষ্টি বিক্রি সাধারণ সময়ের তুলনায় দুই থেকে আড়াই গুণ বেশি হয়। কিন্তু এ বছর তেমনটা ঘটেনি। বিশেষ করে সমাবেশের আশপাশের এলাকাগুলোতে বিক্রিবাট্টা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঢাকার বাইরে বিক্রি গত বছরের মতোই হয়েছে।