
সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের সাথে জয় পেয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। প্রায় ৪ বছর অধরা থাকার পরে অবশেষে সেই আক্ষেপ ঘুচলো এই ম্যাচ দিয়ে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার রাতে ৮০ বল হাতে রেখে ৬ উইকেটের বড় ব্যবধানে হার্দিক পান্ডিয়ার দলকে হারিয়েছে শাই হোপের দল।
ভারতের বিপক্ষে ২য় ওয়ানডেতে বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০.৫ ওভারে ১৮১ রান তুলতেই অলআউট হয়ে যায় ভারত। জবাব দিতে নেমে ৪টি উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজও। তবে শাই হোপ এবং কিসি কার্টির দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৩৬.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের মত দেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। একমাত্র জয়টি (সুপার সিক্সে) পেয়েছিলো ওমানের বিপক্ষে। ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে রয়েছে ক্যারিবীয় ক্রিকেট।