
বাংলাদেশে সুন্দরবনের বাঘ মূলত ছয় ধরনের খাদ্য খায়। এর মধ্যে এক ধরনের খাদ্য হলো মায়া হরিণ। প্রাণীটি সুন্দরবনে দ্রুত কমে আসছে। তবে গত প্রায় ৩০ বছরে বাঘের অন্য পাঁচটি খাদ্যের মধ্যে তিনটি বাড়ছে। চিত্রা হরিণ ও বন্য শূকর বেড়ে দ্বিগুণ হয়েছে। বেড়েছে বানরের সংখ্যাও।
গবেষকেরা বলছেন, বাঘের খাদ্য হিসেবে পরিচিত এই প্রাণীরাও সুন্দরবনের জীববৈচিত্র্যের অংশ। ফলে সুন্দরবন রক্ষায় এই প্রাণীদেরও সংরক্ষণ করতে হবে।
গতকাল ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা। এ বছর দিবসটির প্রতিপাদ্য—বাঘ করো সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন।
তিন বছর ধরে সুন্দরবনের বাঘের প্রধান খাবারগুলোর ওপরে করা এক গবেষণা জরিপে এমন তথ্য বেরিয়ে এসেছে। এবারের জরিপে সর্বসাকল্যে মায়া হরিণ পাওয়া গেছে ৬৮৭টি। চিত্রা হরিণের পর সুন্দরবনে বাঘের সবচেয়ে প্রিয় খাদ্য বন শূকর। এবারের জরিপে বন শূকর পাওয়া গেছে ৪৫ হাজার ১১০টি। এর আগের জরিপে প্রাণীটির সংখ্যা পাওয়া গিয়েছিল ২৮ হাজার। সুন্দরবনের বাঘের খাদ্যতালিকায় চিত্রা হরিণের সংখ্যা ৭৯ শতাংশ ও বন শূকরের অবদান ১১ শতাংশ। গবেষণা জরিপটিতে সুন্দরবনের বাঘের অন্য যে তিনটি খাদ্যের খোঁজ পাওয়া গেছে, তার মধ্যে গুইসাপ, শজারু ও বানর অন্যতম।