রাষ্ট্রপতির সফরে কক্সবাজার জুড়ে কড়া নিরাপত্তা

আজ রোববার (৩০ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে কক্সবাজার জুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে সতর্কতামূলক অবস্থান নিয়েছে শৃঙ্খলা বাহিনী।
বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং জানান, কক্সবাজার বিমানবন্দর ভিভিআইপি ডিউটিতে ৭৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে তারা সতর্ক অবস্থান নিয়েছে। ভিআইপি গেইট, ডিপারচার গেইট, দোতালায় ওঠার গেইট, পুরাতন ঝিনুক মার্কেট প্রবেশদ্বার, হেলিপ্যাড, গেস্ট হাউজ গেইটসহ নির্ধারিত পোস্টে তারা দায়িত্ব পালন করবেন। প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।
জানা গেছে, ৩০ জুলাই থেকে ১ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন। উনার সফরসঙ্গী হিসেবে থাকবেন পরিবারের সদস্যরা। সফরকালে রাষ্ট্রপতি সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন। এ সময় তিনি রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। অপরদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি নিজ জেলা পাবনার পর এবার প্রথম কক্সবাজার রাত্রিযাপন করবেন। এছাড়াও রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টসহ বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সফরে কক্সবাজার জুড়ে কড়া নিরাপত্তা

আপডেট সময় : ০৭:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
আজ রোববার (৩০ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে কক্সবাজার জুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে সতর্কতামূলক অবস্থান নিয়েছে শৃঙ্খলা বাহিনী।
বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং জানান, কক্সবাজার বিমানবন্দর ভিভিআইপি ডিউটিতে ৭৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে তারা সতর্ক অবস্থান নিয়েছে। ভিআইপি গেইট, ডিপারচার গেইট, দোতালায় ওঠার গেইট, পুরাতন ঝিনুক মার্কেট প্রবেশদ্বার, হেলিপ্যাড, গেস্ট হাউজ গেইটসহ নির্ধারিত পোস্টে তারা দায়িত্ব পালন করবেন। প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।
জানা গেছে, ৩০ জুলাই থেকে ১ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন। উনার সফরসঙ্গী হিসেবে থাকবেন পরিবারের সদস্যরা। সফরকালে রাষ্ট্রপতি সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন। এ সময় তিনি রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। অপরদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি নিজ জেলা পাবনার পর এবার প্রথম কক্সবাজার রাত্রিযাপন করবেন। এছাড়াও রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টসহ বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।