
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসরে খেলছেন সাকিব আল হাসান ও লিটন দাস। এবার সেই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার আফিফ হোসেন। লিটনের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
তবে টুর্নামেন্টটিতে তার অংশ নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি মিললেই আফিফ হবেন কানাডায় খেলা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার।