প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির দরুন মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ১৬৮৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিদ্যুতের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করেছিলো এক ব্যক্তি। এবার কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়া সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম মামলাটির বাদী হয়েছেন। গতকাল সোমবার ৩১ জুলাই রাতে পীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। কাবিলপুরের ইউপি চেয়ারম্যানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাবিব বিন মিজান (২৮) নামের ওই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। হাবিবের বাড়ি উপজেলার টুকুরিয়া ইউনিয়ন পরিষদের গন্ধবপুর গ্রামে। আটকের পর রাতে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কুমেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী রংপুরে আসবেন। তাঁর সমাবেশকে বাধাগ্রস্ত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট দিয়েছেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির দরুন মামলা

আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিদ্যুতের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করেছিলো এক ব্যক্তি। এবার কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়া সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম মামলাটির বাদী হয়েছেন। গতকাল সোমবার ৩১ জুলাই রাতে পীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। কাবিলপুরের ইউপি চেয়ারম্যানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাবিব বিন মিজান (২৮) নামের ওই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। হাবিবের বাড়ি উপজেলার টুকুরিয়া ইউনিয়ন পরিষদের গন্ধবপুর গ্রামে। আটকের পর রাতে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কুমেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী রংপুরে আসবেন। তাঁর সমাবেশকে বাধাগ্রস্ত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট দিয়েছেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।