
নীতীন চন্দ্রকান্ত দেশাই বিখ্যাত সিনেমা ‘দেবদাস’ ও ‘লগান’ সিনেমার আর্ট ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার। তিনি আজ বুধবার ২ আগস্ট সকালে মারা গেছেন।
নিজের করজাতের এনডি স্টুডিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন জনপ্রিয় আর্ট ডিরেক্টর তিনি।
টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলছে, নীতীন কেন আত্মহত্যার করেছেন এ ব্যাপারে এখানো কিছু জানা যায়নি। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য আপাতত তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। নীতীন দেশাই তাঁর ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারে লগান’, ‘১৯৪২ আ লাভ স্টোরি’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর মতো আরও অনেক সিনেমার সেট নির্মাণ করেছিলেন ।
মৃত্যুর আগে শেষ অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত অভিনীত ‘পাণিপথ’ সিনেমার সেট ডিজাইন করেছিলেন তিনি। ছিলেন ‘পৌরষপুর’ সিরিজের প্রোডাকশন ডিজাইনার। রটনা, আর্থিক সমস্যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন নীতীন। তার জেরেই এমন পদক্ষেপ কিনা— প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। নীতীন চন্দ্রকান্ত দেশাই সেরা আর্ট ডিরেকশনের জন্য তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন । তাছাড়া, চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনপ্রিয় এই আর্ট ডিরেক্টর।