
রকি অউর রানি কী প্রেম কাহানির কারণে চর্চায় রণবীর সিং। এর মাঝে বোমা ফাটালেন শার্লিন চোপড়া।
একতা কপুরের পৌরুষপুর ২-র হাত ধরে দীর্ঘদিন পর কাজে ফিরছেন শার্লিন চোপড়া। তবে স্ক্রিনে না থাকাকালীনও শিরোনামে থেকেছেন তিনি। কখনও রাজ কুন্দ্রা, কখনও বা রাখি সাওয়ান্তের সঙ্গে বিবাদে জড়িয়ে চর্চায় এসেছেন। কখনও আবার লাস্যময়ী কায়দায় শাড়ি পরে তাক লাগিয়েছেন। এবার তো শার্লিন দাবি করে বসলেন, রণবীর সিংয়ের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে চান তিনি! ঠিক কী বলেছেন বোল্ড অভিনেত্রী? চলুন জেনে নেওয়া যাক।
পৌরুষপুর ২ রিলিজের আগে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন শার্লিন চোপড়া। বিনোদন জগতে নিজের সেকেন্ড ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একতা কপুরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। উনি আমাকে এই কাজের যোগ্য মনে করেছেন। আমি ভালো কাজ করার জন্য মুখিয়ে ছিলাম। এই সিরিজে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে পারব।’
সিরিজের চরিত্রের সঙ্গে আমার কী মিল আছে? এই অফার আসার পর নিজেকে এই প্রশ্নটাই করেছিলাম। তারপর দেখলাম আমার সঙ্গে চরিত্রের প্রচুর মিল। ওকে কেউ রানি বললে, ও মহারানি বলার আদেশ দেয়। নিজের মূল্য জানে আমার চরিত্র। আমিও নিজেকে কোনওদিন কম মনে করিনি। সবসময় বিজেতা মনে করেছি নিজেকে।
দীর্ঘদিন পর কাজে ফেরাটা শার্লিনের কাছে পুনর্জন্মের মতোই। কারণ, অতীতে কিডনি ফেলিওরের শিকার হয়েছিলেন শার্লিন চোপড়া। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, তিন মাসের বেশি বাঁচবেন না তিনি। এরপরেই জীবন কত গুরুত্বপূর্ণ সেটা বুঝেছেন শার্লিন। ফিনিক্স পাখির মতোই কামব্যাক করছেন এবার।
তাঁর সংযোজন, ‘আমি বহু বছর আগে যা করেছি, রণবীর সিং কিছুদিন আগেই তা করেছেন। পার্থক্য একটাই। উনি প্রশংসা পেয়েছেন। আমি ভর্ৎসনা। তবে ওর সঙ্গে কোনও এক দ্বীপে বিশেষভাবে খোলামেলা ইন্টারেস্টিং পোজ দিতে চাই।’