সিডনিতে চঞ্চলের ‘দড়ির খেলা’

অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চনাটক করে দর্শকদের মাতিয়েছেন চঞ্চল চৌধুরী এবং তাঁর সঙ্গীরা।

গত ৩০ জুলাই বিকেল পাঁচটায় সিডনির ব্যাংকস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে ‘দড়ির খেলা’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটিতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। যুদ্ধবিরোধীর কাহিনি নিয়ে লেখা মঞ্চনাটকটিতে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি শিল্পীরাও অংশ নেন।

অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে ২১ জুলাই নাটকটি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের জন্য মঞ্চস্থ করা হয়েছিল। প্রায় সাত বছর পর নাটকের মানুষের বিদেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য নাটক নিয়ে আসা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেকবারই আসি আসি করছিলাম, করোনার কারণে আসা হয়নি। এখন আসার পর সিডনি, মেলবোর্ন—দুই জায়গার দর্শকদের আন্তরিকতা আর যাঁরা আমন্ত্রণ করেছেন, তাঁদের আতিথেয়তা—সবকিছুই মুগ্ধ হওয়ার মতো। তবে অস্ট্রেলিয়ায় অনেক পরিচিত মানুষ রয়েছে, যার কারণে অভিনয়ের বাইরেও ঘোরাঘুরির আনন্দটা বেশি পাচ্ছি, একটা এনার্জি পাওয়া যায়। আর এই এনার্জি নিয়ে গিয়ে বাংলাদেশের কাজগুলোতে চেষ্টা করি ভালো কাজ করার।’ ‘দড়ির খেলা’র নির্দেশক ও অভিনেতা বৃন্দাবন দাস বলেন, ‘এবার বিশেষ ভালো লাগাটা থাকছে। কারণ, দর্শকেরা মঞ্চনাটকটি উপভোগ করেছেন। গোটা আয়োজনটি দর্শকেরা খুব পরিতৃপ্তি নিয়ে দেখেছেন এবং আয়োজনে সুশৃঙ্খল বজায় ছিল। এই ভালো লাগা নিয়ে দেশে ফিরে যাচ্ছি।’ দর্শকচাহিদার কারণের আগামী দিনে আরও বাংলাদেশি তারকাদের অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানান সিডনিতে নাটকটির পরিবেশক বঙ্গজ ফিল্মস।

আয়োজকদের একজন তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের বরাবরই আমরা সুন্দর কিছু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি। আর প্রতিবারই আমাদের সব শো হাউসফুল গেছে। আসন স্বল্পতার কারণে অনেকেই শো উপভোগ করার সুযোগ পান না, তাঁদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশ থেকে যে তারকারা প্রবাসীদের কথা চিন্তা করে আমাদের আমন্ত্রণে সাড়া দেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ জানাই।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিডনিতে চঞ্চলের ‘দড়ির খেলা’

আপডেট সময় : ০৪:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চনাটক করে দর্শকদের মাতিয়েছেন চঞ্চল চৌধুরী এবং তাঁর সঙ্গীরা।

গত ৩০ জুলাই বিকেল পাঁচটায় সিডনির ব্যাংকস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে ‘দড়ির খেলা’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটিতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। যুদ্ধবিরোধীর কাহিনি নিয়ে লেখা মঞ্চনাটকটিতে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি শিল্পীরাও অংশ নেন।

অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে ২১ জুলাই নাটকটি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের জন্য মঞ্চস্থ করা হয়েছিল। প্রায় সাত বছর পর নাটকের মানুষের বিদেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য নাটক নিয়ে আসা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেকবারই আসি আসি করছিলাম, করোনার কারণে আসা হয়নি। এখন আসার পর সিডনি, মেলবোর্ন—দুই জায়গার দর্শকদের আন্তরিকতা আর যাঁরা আমন্ত্রণ করেছেন, তাঁদের আতিথেয়তা—সবকিছুই মুগ্ধ হওয়ার মতো। তবে অস্ট্রেলিয়ায় অনেক পরিচিত মানুষ রয়েছে, যার কারণে অভিনয়ের বাইরেও ঘোরাঘুরির আনন্দটা বেশি পাচ্ছি, একটা এনার্জি পাওয়া যায়। আর এই এনার্জি নিয়ে গিয়ে বাংলাদেশের কাজগুলোতে চেষ্টা করি ভালো কাজ করার।’ ‘দড়ির খেলা’র নির্দেশক ও অভিনেতা বৃন্দাবন দাস বলেন, ‘এবার বিশেষ ভালো লাগাটা থাকছে। কারণ, দর্শকেরা মঞ্চনাটকটি উপভোগ করেছেন। গোটা আয়োজনটি দর্শকেরা খুব পরিতৃপ্তি নিয়ে দেখেছেন এবং আয়োজনে সুশৃঙ্খল বজায় ছিল। এই ভালো লাগা নিয়ে দেশে ফিরে যাচ্ছি।’ দর্শকচাহিদার কারণের আগামী দিনে আরও বাংলাদেশি তারকাদের অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানান সিডনিতে নাটকটির পরিবেশক বঙ্গজ ফিল্মস।

আয়োজকদের একজন তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের বরাবরই আমরা সুন্দর কিছু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি। আর প্রতিবারই আমাদের সব শো হাউসফুল গেছে। আসন স্বল্পতার কারণে অনেকেই শো উপভোগ করার সুযোগ পান না, তাঁদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশ থেকে যে তারকারা প্রবাসীদের কথা চিন্তা করে আমাদের আমন্ত্রণে সাড়া দেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ জানাই।’