সুপ্রিম কোর্টে দুই পক্ষের হাতাহাতি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • ১৬৮৩ বার পড়া হয়েছে

ছবি- অনলাইন।

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামীপন্থি সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষের নেম প্লেট খুলে ফেলা হয়। একইসঙ্গে কক্ষে ভাঙচুর করে বিএনপিপন্থি আইনজীবীরা।

৩ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের কারাদণ্ডাদেশের বিষয়ে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে বিএনপিপন্থি আইনজীবীরা সংবাদ সম্মেলন করেন। আর বাইরে আওয়ামীপন্থি আইনজীবীরা স্লোগান দিতে থাকেন।

সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে বের হন বিএনপিপন্থি আইনজীবীরা। এরপর দুই পক্ষ পাশাপাশি অবস্থান নিলে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে টানানো নেমপ্লেট তুলে নেন বিএনপিপন্থি আইনজীবীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের দণ্ড ও তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তারা আরো জানান, এদিকে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সভাপতি-সম্পাদকের রুমের সামনের আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল মুখোমুখি হয়। পাল্টাপাল্টি বিক্ষোভ চলাকালে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করে এবং নেমপ্লেট খুলে ফেলে। সভাপতির কক্ষের নেমপ্লেটও খুলে ফেলা হয়।

গণ্ডগোলের এক পর্যায়ে আওয়ামীপন্থি বেশ কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদকের কক্ষে আশ্রয় নেন। পরে আবার তারা বিভক্ত হয়ে মিছিল করতে থাকেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টে দুই পক্ষের হাতাহাতি

আপডেট সময় : ০৫:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামীপন্থি সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষের নেম প্লেট খুলে ফেলা হয়। একইসঙ্গে কক্ষে ভাঙচুর করে বিএনপিপন্থি আইনজীবীরা।

৩ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের কারাদণ্ডাদেশের বিষয়ে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে বিএনপিপন্থি আইনজীবীরা সংবাদ সম্মেলন করেন। আর বাইরে আওয়ামীপন্থি আইনজীবীরা স্লোগান দিতে থাকেন।

সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে বের হন বিএনপিপন্থি আইনজীবীরা। এরপর দুই পক্ষ পাশাপাশি অবস্থান নিলে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে টানানো নেমপ্লেট তুলে নেন বিএনপিপন্থি আইনজীবীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের দণ্ড ও তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তারা আরো জানান, এদিকে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সভাপতি-সম্পাদকের রুমের সামনের আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল মুখোমুখি হয়। পাল্টাপাল্টি বিক্ষোভ চলাকালে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করে এবং নেমপ্লেট খুলে ফেলে। সভাপতির কক্ষের নেমপ্লেটও খুলে ফেলা হয়।

গণ্ডগোলের এক পর্যায়ে আওয়ামীপন্থি বেশ কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদকের কক্ষে আশ্রয় নেন। পরে আবার তারা বিভক্ত হয়ে মিছিল করতে থাকেন।