
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম আবদুল হামিদ স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান টুটনকে গত বুধবার কুপিয়ে জখম করে কলাপাড়া গ্রামের পলাশ মিয়ার বখাটে ছেলে ঝুটন মিয়া। আজ আসামি ঝুটন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) নিপুন মজুমদারের নেতৃত্বে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে শিক্ষক টুটনের ভাই বাদী হয়ে ঝুটন মিয়াকে আসামি করে বৃহস্পতিবার অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।