
গলায় রুদ্রাক্ষের মালা। কপালে বড় লাল টিপ। চোখে মুখে তীক্ষ্ণতা। ভক্ত-অনুরাগীদের কাছে এভাবেই বৃহন্নলার সাজ ধারণ করে নতুন রূপে ধরা দিলেন বলিউড তারকা সুস্মিতা সেন। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তালি’র টিজার। আরও একবার তার অভিনয় দক্ষতায় মুগ্ধ নেটিজেনরা। তবে এবার নজর কাড়ল তার কণ্ঠস্বরও।
বায়োপিক ঘরানার সিনেমা ‘তালি’তে রূপান্তরকামী সমাজকর্মী শ্রী গৌরী সাওয়ান্ত চরিত্রে অভিনয় করছেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।
গত বছর এ সিনেমায় তার প্রথম লুক প্রকাশ্যে আসে। সে সিনেমার টিজার প্রকাশ পেতেই উত্তেজনা আলোচনার ঝড় বইছে। ১৫ অগাস্ট থেকে জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে এ সিনেমা।