
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে সিটি মেয়রের ব্যক্তিগত বাসভবনের উঠান হাঁটু পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে। এই পানিতেই তার ব্যবহার করা চসিকের গাড়ি রাখা আছে। পানিবন্দি হয়ে পড়ায় মেয়র বের হতে পারেননি বলে জানিয়েছেন চসিকের কর্মকর্তারা।
এ বিষয়ে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক বলেন, মেয়রের বাসা রাস্তা থেকে কিছুটা নিচু, সেজন্য সেখানে অল্প বৃষ্টিতে পানি জমে থাকে। ওখানে বর্তমানে একটা বড় ড্রেনের কাজ চলছে। সেটা শেষ হলে আর পানি উঠবে না।
জলাবদ্ধতার কারণে কোমরসমান পানিতে তলিয়ে গেছে নগরী। পানির নিচে গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি। পানিতে ডুবে গেছে যানবাহন। ঘর থেকে বের হয়ে বিপাকে সাধারণ মানুষ। দুর্ভোগের যেন শেষ নেই নগরবাসীর।