
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা মহানগর উত্তর জামায়াতের আয়োজনে মিরপুর-১ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি টেকনিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়। একই সময়ে মতিঝিল থেকে আরেকটি বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি কমলাপুরে গিয়ে শেষ হয়।
আজ বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠানের কথা ছিল।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকার সমাবেশ স্থগিত করলো জামায়াত। এর আগে গত ১ আগস্ট সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়েছিলো দলটি। সেবারও তাদের অনুমতি দেয়া হয়নি।