
জাস্টিন-হেইলির দাম্পত্যের বয়স পাঁচ পেরিয়েছে। ২০১৮ সালে মার্কিন মডেল হেইলিকে বিয়ে করেন পপতারকা জাস্টিন বিবার। এবার তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। বাবা-মা হতে যাচ্ছেন তারা। যদিও এত দিন খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি। তবে কিছুদিন হল বিষয়টি জানাজানি হয়।
যদিও জাস্টিন বা হেইলির কেউ-ই এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে ক্যামেরাম্যানদের চোখ এড়িয়ে যাওয়া এত সহজ নয়। না চাইতেও তাদের ক্যামেরায় ধরা প়ড়ে হেইলির বেবিবাম্প।
২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজ়ের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন।